গফরগাঁওয়ে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

গফরগাঁওয়ে মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

bmtv new No Comments

গফরগাঁও(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃবিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় আহত বৃদ্ধ সিরাজ মিয়া (৭৮) শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাড়া ভরট গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া একই এলাকার মৃত এলাহি বক্সের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বারবাড়িয়া ইউনিয়নের পাড়া ভরট গ্রামে শনিবার এলাকার মসজিদে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে গফরগাঁও-ময়মনসিংহ সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল চাপা দিয়ে কয়েক গজ ছেচড়ে নিয়ে যায়। এতে সিরাজ মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোক জন সিরাজ মিয়াকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।