স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অফিসার পরিষদের দপ্তর ও প্রচার সম্পাদক মাহমুদুল কবির খানসহ ১০ জন কর্মকর্তা আহত হয়েছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। একাধিক কর্মকর্তাসহ শিক্ষার্থীরা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সবাই মিলে একটি র্যালি বের করে। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে আসলে বাকৃবি অফিসার পরিষদের সঙ্গে বাকৃবি ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, র্যালি বের করতে গেলে অফিসার পারিষদের নেতাকর্মীরা আমাদের বাধা দেন। এ সময় আমরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুই পক্ষই দায়ী।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, র্যালিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেননি। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।