February 13, 2022
265
No Comments

You must need to login..!
Description
ফুলবাড়ীয়া প্রতিনিধি : বিএমটিভি নিউজঃ বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার কার্যকরী কমিটির সভা ১১ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন কে ঘিরে স্থানীয় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এমপি। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার। এতে কার্যকরী কমিটির সদস্যরা অংশ নেন। সরকারি ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলন সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।