নাটোরে আধুনিক ও বিজ্ঞানসম্মত পরিবেশে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নাটোরে আধুনিক ও বিজ্ঞানসম্মত পরিবেশে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

bmtv new No Comments

পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ  উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত টিএমএসএসের আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে সারা দিন ব্যাপি আধুনিক ও বিজ্ঞানসম্মত পরিবেশে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল (১৩/২/২২) টিএমএসএসের নাটোর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সারাদিন ব্যাপি প্রশিক্ষণে টিএমএসএসের নাটোর অঞ্চল প্রধান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন টিএমএসসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া, প্রশিক্ষণে এসইপি প্রকল্পের সার্বিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এন্টারপ্রাইজের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। উক্ত প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসাবে সেসন পরিচালনা করেন নাটোর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি।
এছাড়াও এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ও সহকারী টেকনিক্যাল অফিসার মাছ চাষে উন্নত প্রযুক্তি গুলো নিয়ে আলোচনা করেন।
নাটোর টিএমএসএসের দীঘাপতিয়া শাখার আওতাধীন ২৫ জন মৎস্য চাষী এ প্রশিক্ষণে অংশ নেয়।