মেছুয়া বাজারে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে মসিকের অভিযান

মেছুয়া বাজারে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে মসিকের অভিযান

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  মেছুয়া বাজারের প্রবেশমুখের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি মেছুয়া বাজার প্রবেশমুখ এবং পালিকা শপিং সেন্টাররের চারপাশের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান বলেন, নাগরিক ভোগান্তি লাঘবে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও আজ সকালে নগরীর বিভিন্ন স্থানে দিনের বেলা যত্রতত্র আবর্জনা ফেলা রোধে অভিযান পরিচালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। এ সময় তিনি দুইজন ব্যক্তিকে এ অপরাধে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।