স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ এবং চলমান মামলা সমুহ দ্রুততম সময়ে নিস্পত্তির লক্ষে আদালতের নির্দেশিত ও জারীকৃত পরোয়ানা তামিল করতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৭জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে অভিযার চালিয়ে কোতয়ালী থানার খাগডহর ঘুন্টি সাকিনস্থ ঘুন্টি ফকির বাড়ী রাস্তার মাথায় জিয়ার দোকানের সামনে হতে দস্যুতার চেষ্টা মামলার আসামী চর ঈশ্বরদিয়ার হেলাল উদ্দিন ওরফে কাজল(২২)কে গ্রেফতার করেন এবং তার নিকট হতে ০১টি প্লাষ্টিকের বাটযুক্ত স্টীলের তৈরী ধারালো চাকু, ০১টি ব্লেড সংযুক্ত খুর উদ্ধার করেন।
এএসআই(নিঃ) মোর্শেদ আলম এর নেতৃত্বে অভিযার চালিয়ে থানার ফকিরাকান্দা মাঈনদ্দিনের মুদির দোকানের পার্শ্বে ফাকা জায়গায় হতে জুয়া আইনের আসামী ফকিরাকান্দার বোরহান উদ্দিন(৪৫), হেলাল উদ্দিন(৫৫), জীবন মিয়া(২৫), রাসেল(২২), হেলাল মিয়া ওরফে সুন্দর আলী(৩৫) কে গ্রেফতার করেন এবং তাদের নিকট হতে ৪,১০০/-(চারহাজার একশত)টাকা ও ০১ বা্ন্ডিল তাস উদ্ধার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)আবুল কাশেম,এসআই(নিঃ)নিরুপম নাগ, এসআই(নিঃ)টিটু সরকার, এসআই(নিঃ)আশিকুল হাসান, এএসআই(নিঃ)আনোয়ার হোসেন, এএসআই(নিঃ)সানজিদ, এএসআই (নিঃ)আবুল কালাম আজাদ, এএসআই(নিঃ)হুমায়ুন কবির, এএসআই(নিঃ)সুজন চন্দ্র সাহা, এএসআই(নিঃ)মোজাম্মেল হক’রা অত্র থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৩জন, জিআর (সাজা) গ্রেফতারী পরোয়ানায় ০১জন এবং সিআর পরোয়ানামূলে ০৭জন আসামীদের গ্রেফতার করেন। জিআর পরোয়ানায় গ্রেফতারকৃতরা হলেন, কোতোয়ালীর নতুন বাজার, রেলক্রসিং, মেথর পট্টি সংলগ্ন এলাকার ,মোঃ আরিফ, কোতোয়ালীর রঘুরামপুর, রিশিপাড়া,কবি চরন ঋষি।
সিআর পরোয়ানায় কোতোয়ালীর পাটগুদাম, (জান্নাতাবাদ বিল্ডিং), আব্দুল্লাহ হিল কাফি, সুতিয়াখালী, জাকির হোসেন নাঈম, দাপুনিয়া বাজার, পারভেজ উদ্দিন, ৪৭/১/১ গোহাইলকান্দি মীরবাড়ী,মোঃ ইয়াসিন সরকার, দিঘারকান্দা (হৃদয়ের মোড়) রুহুল আমীন, কেওয়াটখালী ময়না মোড়ের, ,শহিদুল ইসলাম, বলাশপুরের মোঃ বুলু মন্ডলকে গ্রেফতার করেন।
ময়মনসিংহ
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।