প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের ভিতর ইয়াবা বহনকালে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

image

You must need to login..!

Description

 

শফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ সময় তিনশত পিচ ইয়াবা ও আড়াইশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছে ডিবি পুলিশ। রবিবার ময়মনসিংহ সদরের ঘাগড়া ও চুরখাই-পাড়াইল রাস্তা থেকে এ সব মাদক উদ্ধার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। ডিবির ওসি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা যতই তাদের কৌশল বদল করুক, আমরাও কৌশলী হচ্ছি। এরই অংশ হিসাবে ডিবির এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোরে জেলা সদরের চুরখাই- পাড়াইলগামী পাকার রাস্তা থেকে প্রাইভেটকার ও ৩ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আলোচিত চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, সাখাওয়াত হোসেন ওরফে সিজান ওরফে সিজার। সে উজান ঘাগড়ার আবুল কালামের ছেলে। অপর মাদক ব্যবসায়ীর নাম হামিদুল ইসলাম ওরফে নাহিদ। সে জেল রোড পুলিশ লাইন্সের আঃ রহিমের ছেলে। এছাড়া এসআই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার মল্লিকবাড়ী এলাকা থেকে আড়াইশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, বরিশাল গৌরনদীর রনি হাওলাদার ও গাজীপুরের কাপাসিয়ার আব্দুল করিম।

ওসি শাহ কামাল আকন্দ আরো বলেন, প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের ভিতর ইয়াবা বহন এই প্রথমবারেরমত ময়মনসিংহে ধরা পরে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার