You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসীন খান। লাইভের শুরুতে ফেসবুকও বুঝতে পারেনি তিনি আত্মহত্যা করবেন। তাই ফেসবুক যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেনি বলে জানিয়েছেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।
আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আত্মহত্যার বিষয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সিআইডি প্রধান বলেন, মহসীন খান ফেসবুক লাইভে ছিলেন সাড়ে ১৬ মিনিটের বেশি। পরে মনে হলো কেন এ বিষয়টি আমরা টের পেলাম না? আমি নিজে নিজেকেই দোষারোপ করেছি। এরপর বিষয়টি নিয়ে ফেসবুকের সিঙ্গাপুর অফিসে জানতে চাইলাম। ফেসবুক আমাদেরকে জানালো, লাইভের প্রথমে মহসীনের কথা স্বাভাবিক ছিল, তিনি আত্মহত্যা করবেন এমনটা তাদের মনে হয়নি।
তিনি বলেন, প্রথমে মহসীন ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, ব্যবসায়ীক লাইফ নিয়ে কথা বলছিলেন যার ফলে ফেসবুক আত্মহত্যার বিষয়টি বুঝতে পারেনি। ফেসবুককে অনুরোধ জানানো হয়েছে যাতে করে তারা আত্মহত্যা রোধে আমাদের সঙ্গে কাজ করে।
সিআইডি প্রধান বলেন, মহসীন যখন লাইভ শুরু করেছিলেন তখন যারা লাইভ দেখছিলেন তাদের ট্র্যাক করার চেষ্টা করেছি। কাউকে দোষারোপ নয়, সচেতনতা তৈরি করতেই তাদের ট্র্যাক করা হবে। যাতে ভবিষ্যতে তারা সচেতন হয়ে আমাদের জানাতে পারে।