আলোর মিছিল সংগঠনের নির্বাচন সভাপতি শফিক, সম্পাদক রাতুল

image

You must need to login..!

Description

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃধোবাউড়া আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছে শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক সবুক্তগীন মোহাম্মদ রাতুল সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নিলয়।
ধোবাউড়া উপজেলায় ৩১৫ জন সদস্যদের মধ্যে কার্যকারি কমিটিতে ৬২ জন সদস্য নিয়ে এই ভোট গ্রহন হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) ধোবাউড়া বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত ভোট গ্রহন শেষে এই তিনজন নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
সভাপতি পদে প্রতিযোগীতা করেন তিনজন প্রার্থী। সবোর্চ্চ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয় শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিযোগীতা করেন চারজন প্রার্থী সবোর্চ্চ ২০ ভোট পেয়ে নির্বাচিত হয় সবুক্তগীন মোহাম্মদ রাতুল।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিযোগীতা করেন দুইজন সবোর্চ্চ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয় নাজমুল হাসান নিলয়।
উল্লেখ আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলক সংগঠনটি ২০১০ সালে মাত্র সাতজন সদস্য নিয়ে পোড়াকান্দুলিয়া ইউনিয়ন তাদের কার্যক্রম শুরু করলেও এখন সারা উপজেলায় কাজ করে যাচ্ছে।
সংগঠনটি ইতিমধ্যেই সারা উপজেলায় সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং সাধারণ মানুষের গ্রহনযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।আলোর মিছিল সমাজ উন্নয়ন মূলক সংগঠনটি ধোবাউড়া উপজেলা একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবা মূলক সংগঠন । প্রতি দুইবছর পর পর সদস্যদের প্রত্যক্ষ ভোটে মধ্যে তিনটি পদ নির্ধারন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম তালুকদার বকুল, ধোবাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃজালাল উদ্দিন সোহাগ,আলোর মিছিলের উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার মোঃআনিসুর রহমান সোহাগ,উপদেষ্টা মোঃআনোয়ার হোসেন রাজিব,আবুল কালাম,মোঃআজহারুল ইসলাম,সংগঠনের সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকসহ প্রমুখ।