ময়মনসিংহে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মোঃ সফিউল আলম রাজিব (৩৩) ত্রিশাল থানার সোনাখালী গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে।
বুধবার বিকালে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানে মোঃ সফিউল আলম রাজিবকে ৫০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।