শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি ,মাদক ব্যবসায়ী,অপহরণ ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর আকুয়া এলাকা থেকে অপহরণ মামলার আসামী নগরীর নওমহল এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে তানভির আহম্মেদ সিহাব (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে । আকুয়া বাইপাস এলাকা থেকে পুরাতন চুরির মামলার আসামী দাপুনিয়া এলাকার আঃ রাজ্জাকের ছেলে মোঃ রোহান মিয়া (১৯) কে গ্রেপ্তার করা হয় । এবং নগরীর কৃষ্টপুর এলাকার শওকত আলীর ছেলে বাঘমারা এলাকা থেকে হেরোইনসহ রুবেল মিয়া (৩৯) কে গ্রেপ্তার করা হয় ।
এছাড়াও সিআর মামলায় আরোও তিনজনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন নগলীর মশিউর এলাকার মকবুল হোসনে ছেলে সুজন, মশিউর রহমানের স্থী মোছাঃ আয়েশা আক্তার, বড় বাজার এলাকা থেকে মোঃ আলী আকবরের ছেলে মোঃ শফকিুল ইসলাম ।
এবং জিআর মামলার আসামী আরোও নয়জনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন নগরীর ফিরোজ লাইব্রেরী মোড় এলাকার মোঃ আলী হোসনের ছেলে আল আমিন,নগরীর কসাইবাড়ী ডাঃ সানোয়ার হোসনে ছেলে এস.এম হীরা , কালীবাড়ী এলাকার থেকে সিদ্দিকুর রহমানের ছেলে ফয়সাল আহম্মদে রুবেল , তারাপুর সেনচর এলাকার ছোরহাব আলী ছেলে আশরাফুল ইসলাম ,আঃ সালাম ছেলে শামীম মিয়া,আক্কলে আলীর ছেলে জালাল উদ্দিন, ছোরহাব আলী ছেলে আলী হোসন ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বিকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।