মমতাজ উদ্দিনের মৃত্যু দিবস উপলক্ষে দোয়া মাহফিল খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ

মমতাজ উদ্দিনের মৃত্যু দিবস উপলক্ষে দোয়া মাহফিল খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ

February 18, 2022 115 Views

আব্দুল খালেক খান,উত্তরাঞ্চল প্রতিনিধিঃ উত্তর জনপদ বগুড়া জেলার বগুড়ার প্রয়াত জননেতা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল,দোয়া ও খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) স্থানীয় যুব নেতা সুলতান মাহমুদ রনির উদ্যোগে বগুড়ার টিএমএসএসের ধর্মচারী চত্ত্বরস্থ ইতিম, অনাথ, প্রবীণ নিবাসরস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয় ।
এ দোয়া মাহফিলে প্রয়াত আলহাজ্ব মমতাজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করা হয় ।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম। এসময় তিনি মমতাজ উদ্দিনের স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি যুবনেতা সুলতান মাহমুদ রনির এমন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ মহৎ কাজ করার জন্য তিনি তার প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি সামাজিক এ সকল কার্যক্রম করার জন্য অন্যদের প্রতি আহবান জানান। এছাড়া তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন ও পরস্পরকে পরস্পরের প্রতি দোয়া করার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস আহম্মদ,এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অনেক অসহায় ও দুঃখি মানুষ, এনজিও কর্মী,স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাম্প্রতিক