
You must need to login..!
Description
ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃবিএমটিভি নিউজঃময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নেতাই নদীর উপর সেতুর অভাবে ৩০ গ্রামের জনদুর্ভোগ চরমে। নদী পারাপারের জন্য ৩০ গ্রামবাসীর ভরসা বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সেতু। ভারত থেকে আসা নেতাই নদীরএকপাশে ঘোষগাঁও ইউনিয়ন ও ওপরপাশে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে চলাচলের জন্য ১২০ মিটার দৈর্ঘ্যের দুটিবাঁশের সেতু ব্যবহার করে যাতায়াত করে চালাচলকারীরা। ৩০ গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি চরম পর্যায়ে। নদীর একপাশে রয়েছে ঘোষগাঁও বাজার, এতিমখানা মাদ্রাসা, ঘোষগাঁও শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, ভালুকাপাড়া মিশন-সহসাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানগুলোতে পড়ুয়া কয়েকশো শিক্ষার্থী ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হয়। দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীদের অভিভাবকরা নদী পার করে দিয়ে যায় এবং পুনরায় নদীরপাড়ে অবস্থান করতে থাকে ছুটির অপেক্ষায়। নদী ঘেঁষা ইউনিয়ন ভিত্তিক ঘোষগাঁও বাজার থাকায়, দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের প্রায় অর্ধাংশ মানুষই ঝুঁকি নিয়ে এই বাজারে আসা যাওয়া করে। পারাপারের জন্য সেতু ভাড়া দিতে গিয়ে দিশেহারা চলাচলকারীরা। এছাড়াও প্রায় সময় সাঁকো থেকে পরে হাত-পা ভাঙ্গারো খবর পাওয়া যায়। বর্ষা মৌসুমে নদীতে পানির বেপরোয়া শ্রুত থাকায়, কিছুদিন পর পরই ঘটে দুর্ঘটনা। কয়েকবার নৌকা থেকে পরে গিয়ে নিখোঁজ হয়েছে মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত সেতুনির্মাণের দাবি জানিয়েছে চলাচলকারীরা। সেতুনির্মাণের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় লবিং তদবির চালিয়ে যাচ্ছেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ সদস্য জুয়েল আরেং ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।