ফুলবাড়ীয়ায় ১৯ বছর পর আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি এড, সেলিম সাধারণ সম্পাদক হারুন

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে : বাংলাদেশ আওয়ামীলীগের সম্মেলন মানেই উৎসব আর আমেজ। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সেই উৎসবের আমেজ দেখা গেল। উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে নির্মান করা হয় তোরন। ব্যানার, ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়েছে সম্মেলনস্থল সহ আশপাশের এলাকা। ঢাকঢোল বাজিয়ে উপজেলার সকল ইউনিয়ন থেকে ব্যানার প্লেকার্ড নিয়ে মিছিলে সহকারে সম্মেলনে অংশ নেন নেতাকর্মীরা। ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।  ১৯ বছর পর ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হলো ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের কাঙ্খিত সম্মেলন। ফুলবাড়ীয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৯ ফেব্রুয়ারী এই সম্মেলন হয়।  সমঝোতায় পৌছতে না পেরে আবারো ময়মনসিংহ সার্কিট হাউসে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে আগামী তিন বছরের জন্য ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক পদে হারুন অর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপির সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা। সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

এছাড়া অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, মোঃ আমিনুল হক শামীম সিআইপি, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ডঃ সামীউল আলম লিটন, যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট ইমদাদুল হক সেলিম বক্তব্য রাখেন। এছাড়া সভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, নির্বাচন সামনে এলেই বিএনপি জামাত চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার শুরু করে। আওয়ামীলীগকে সুসংগঠিত হয়ে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। যাতে দলের মাঝে সুশৃঙ্খলতা পরিবেশ ফিরে আসে। নতুন নেতৃত্ব সম্পর্কে তিনি আরো বলেন, এমন নেতা নির্বাচিত করতে হবে যারা আগামীতে দলের মানুষকে রক্ষা করবে এবং শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে মারুফা আক্তার পপি বলেন, একটি সুশৃঙ্খল দল গঠন করে আগামীতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়তে ছাত্রলীগকে সজীব ওয়াজেদ জয়ের মত স্বচ্ছ হতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মোঃ জহিরুল হক বলেন, ইতিহাস ঐতিহ্য এবং আওয়ামীলীগের ঘাটি ফুলবাড়িয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে সংগঠিত হতে হবে। ঐক্যের বিকল্প নেই দাবি করে তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগই পারে বাংলাদেশকে সোনার বাংলা গড়তে। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে ফুলবাড়িয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়েসমােঝাতার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসেন।