গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষের ঢল

গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষের ঢল

bmtv new No Comments

গফরগাঁও থেকে উপজেলা সংবাদদাতাঃ বিএমটিভি নিউজঃ ঃ  সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থান জব্বার নগরে (সাবেক নাম পাচুঁয়া) গ্রামের বাড়িতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস / ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ,সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় ।গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গফরগাঁও পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন । এতে আরও বক্তব্য রাখেন ভাষা শহীদ আবদুল জব্বারের ছেলে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদলের মেয়ে মিসেস লৎফুর ন্নাহার শোভা , গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ প্রমুখ । উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের জানান, এখানে গত কয়েক দিন যাবত ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থানে চাকুরী করে সকলের সহযোগিতায় পাচ্ছি ও নিজেকে গর্ববোধ মনে করছি । তবে প্রতি বছর সরকারী মূল কর্মসুচী ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে । তারই ধারাবাহিকতা এবারেও সকলের সহযোগিতায় ভালোভাবে অনুষ্ঠান করতে পেরেছি । এ ছাড়া ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে উপজেলার কেন্দ্রীয় মিনারে পুস্পতর্বক অর্পন করেন ঃ ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল ্এমপির পক্ষে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন , উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান , উপজেলা আওয়ামী লীগ , উপজেলা প্রশাসন , উপজেলা পরিষদ , পৌরসভা , বিভিন্ন রাজনৈতিক দল , শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার শিক্ষার্থী , সর্বস্তরের জনতা । দিনব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল ,ভোর ছয়টা প্রভাত ফেরীসহ সর্বস্তরের জনতার শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন । এর আগে শনিবার রাত ১২-০১ মিঃ একুশের প্রথম প্রহরে পুস্পস্তর্বক অর্পন করা হয় । দিন যতই যাচ্ছে ততই ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে হাজার হাজার জনতার আগমণ বেড়েই চলছে । ২১শে ফেবুয়ারিকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে মেলাসহ নানান ধরনের উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে । এদিকে এন, আর, বি , সি ব্যাংক গফরগাঁও শাখার উদ্যোগে ভাষা সৈনিক মোঃ মকবুল হোসেন খানকে ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে সম্মানা ও ক্রেস্ট দেয়া হয়েছে গফরগাঁও উপজেলার মাইজবাড়ি গ্রামে । এসময় উপস্থিত ছিলেন এন, আর, বি , সি ব্যাংক গফরগাঁও শাখার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু ফয়সাল প্রমুখ ।
এদিকে গফরগাঁও উপজেলার দিঘীরপাড় গ্রামের মোঃ ফয়জুল্লাহ বলেন , ভাষা শহীদ আবদুল জব্বারের ¯œৃতি ধরে রাখার জন্য সরকারি সিন্ধান্ত মোতাবেক পাঁচুয়ার পরির্বতে “জব্বার নগর” নাম বাস্তবায়নের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান ।