মাকসুদা আক্তারঃ
প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী স্মরণে শুধু গান আর বাংলা গান নিয়ে একটি ব্যাতিক্রমী আয়োজন ” পান সুপারী ” নামে অনলাইন ভিত্তিক ঘরোয়া আয়োজন। এশিয়ান মিউজিক মিউজিয়ামের আয়োজনে ও নোভিস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হলো ২২ সেপ্টেম্বর রাত ৮ টায়। এবারের পর্বটি ছিলো প্রখ্যাত সুরকার ও সদ্য প্রয়াত আলাউদ্দিন আলীকে নিয়ে। (১৯৫২ -২০২০) বাংলাদেশ চলচ্চিত্রে শ্রেষ্ঠ সুরকার হিসেবে আলাউদ্দিন আলী ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার সুরারোপিত গানের সংখ্যা প্রায় পাঁচ হাজারের অধিক। তার জনপ্রিয় গান গুলি নিয়ে মুল পর্বটি সাজানো হয় এবারের ” পান সুপারী “। আয়োজনে অনলাইনে সম্পৃক্ত হয়ে তার সহধর্মীনী ফারজানা আলী মিমি, আলাউদ্দিন আলীর জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
