ইউক্রেনে রাশিয়ার চালানো সামরিক অভিযানে ১৩৭ জনের মৃত্যু

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার চালানো সামরিক অভিযানের প্রথম দিনে ১৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সামাজিক মাধ্যমে জাতির উদ্দেশে নিজের পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান। খবর বিবিসির।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আজ (বৃহস্পতিবার) আমরা আমাদের ১৩৭ জন বীর নাগরিককে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়া রাশিয়ার হামলায় আরও ৩১৬ জন ইউক্রেনীয় আহত হয়েছেন।
এসময় রাশিয়ার উদ্দেশ্যে তিনি আরও বলেন, তারা মানুষকে হত্যা করছে এবং শান্তিপূর্ণ শহরগুলোকে সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এটা লজ্জাজনক এবং কখনোই ক্ষমা করা হবে না।

বিবিসির সবশেষ খবরে দেখা যাচ্ছে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিজেদের ঘর ছেড়ে নিরাপত্তার খোঁজে অন্যত্র চলে গেছে। এছাড়া অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে রোমানিয়া ও মলদোভাসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার