গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃ বিএমটিভি নিউজঃ গফরগাঁও উপজেলার পল্লীতে স্বামীর সাথে অভিমান করে মিসেস ছুফিয়া খাতুন (২৮) নামে ৮মাসের গর্ভবতী এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনার পর থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত স্বামী মোঃ জাকির হোসেন পলাতক রয়েছে । গতকাল রাতে (২৫শে ফেব্রয়ারি) উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশী গ্রাম থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য । নিহত ছুফিয়া খাতুন পাতলাশী গ্রামের মোঃ জাকির হোসেনের বউ । এলাকাবাসী সুত্রে জানা গেছে ,মোঃ জাকির হোসেন ও মিসেস ছুফিয়া খাতুনের দম্পতির ১০বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সি এক মেয়ে সন্তান রয়েছে । এ ছাড়া ছুফিয়া খাতুন আট মাসের গর্ভবতী ।