পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও বগুড়ার টিএমএসএসের সহযোগিতায় বগুড়া অঞ্চলের অসহায়,গরীব,বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে গতকাল বগুড়া শহরস্থ নবাব বাড়ী রোডে মূক-বধির সংঘের কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বগুড়া মূক-বধির সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফফর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএস পিআরপি মিডিয়া বিভাগের কর্মকর্তা রায়হান আহম্মেদ রানা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া মূক-বধির সংঘের সাধারণ সম্পাদক মাসুদ-উল-আলম শাহীন, সহ-সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, এলাকাবাসী, বিভিন্ন এনজিও কর্মী ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি উপস্থিত ছিলেন।