
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ মানুষের মৃত্যু আছে, আদর্শের মৃত্যু নেই। সে কারনে বঙ্গবন্ধুকে শুধু শারীরিকভাবে হত্যা নয় তাঁর চরিত্র হননের অপচেষ্টা কম হয়নি। তার পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে চরিত্র হননের নোংরা খেলায় মেতেছিল বিএনপি-জামায়াত দুষ্ট চক্র।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ২৫ বছর পর গফরগাঁও উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এসব কথা বলেন।
সম্মেলন শেষে রাত ৯টার দিকে দ্বিতীয় অধিবেশনে তরুণ এমপি ফাহমী গোলন্দাজ বাবেলকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে সাধারণ হিসেবে নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি ডাঃ দীপু মনি আগামী নির্বাচনেও রাজাকার দোসরদের বর্জন করার আহবান জানান। এ সময় তিনি আরও বলেন, ইতিহাসকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। তাই বঙ্গবন্ধু আবারো স্বমহিমায় প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু কন্যা আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন এবং বাংলাদেশ চলছে ধনী দেশ গুলোর সাথে পাল্লা দিয়ে। আমাদের তরুণেরা হবে বিজ্ঞান মনস্ক। তিনি বলেন, স্বচ্ছতা জবাবদিহিতার ডিজিটাল বাংলাদেশ স্থাপন করেছে শেখ হাসিনার সরকার। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ মাদকসক্ত ও অপরাধীকে আওয়ামীলীগ পরিবারের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে সে দিক থেকে সাবধান থাকতে হবে। নবীন ও প্রবীণ সবার রাজনীতিতে অংশগ্রহণ থাকতে হবে।
সন্ধ্যার পূর্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা। সম্মেলনে সভাপতিত্ব করেন গফরগাঁওয়ের তরুণ তুর্কি এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। প্রধান বক্তা হিসেবে রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, জুয়েল আরেং এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, মাওলানা রুহুল আমিন মাদানী এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, মনিরা সুলতানা মনি এমপি প্রমুখ। সভাপতির বক্তব্যে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজ তিন বার সংসদ সদস্য ছিলেন। ওই সময় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। দীর্ঘদিন পর গফরগাঁও নৌকার ঘাঁটিতে সম্মেলন সফল ভাবে করতে পেরে আত্মতৃপ্তি পেলাম।