`স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ নিত্য প্রয়োজনীয় চাল, ডাল সোয়াবিনসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার কেন্দ্রীয় কর্মসূটির অংশ হিসাবে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এরমান সালেহ প্রিন্স। এ সময় সংবাদ সম্মেণলন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যোষ্ট যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
সংবাদ সম্মেলনে সৈয়দ এমরাস সালেহ প্রিন্স বলেন, সাম্প্রতিক সময়ে দেশে চাল, ডাল তেল ও গ্যাসের মত নিত্য প্রয়োজনী পণ্যের দাম বেড়েছে। এতে দেশের সাধারণ মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। এসব নিত্য পণ্যের দাম কমিয়ে সহনীয় মাত্রায় আনার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। সৈয়দ এমরান সালেহ বলেন, এটি বিএনপির দলীয় কোন সমাবেশ নয়। এটি সাধারণ জনগণের দাবি আদায়ের সমাবেশ। আমরা আশা করছি সাধারণ মানুষ এ সমাবেশে যোগ দিবেন।
সমাবেশ বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে এ সমাবেশ আয়োজনের ইতিমধ্যে বিএনপি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছে। এছাড়া আগামী ২ মার্চ ময়মনসিংহ দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে একই দাবিতে আরও একটি বিক্ষোভ সমাবেশের কথা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
সমাবেশের প্রচারণার অংশ হিসাবে শনিবার দুপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ নেতা-কর্মীরা ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকায় লিফলেট বিতরণ করেন।