ময়মনসিংহে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃময়মনসিংহে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসলাম মিয়া (২৭) তারাকান্দা উপজেলার মাঝেয়ালী গ্রামের মোঃ নওয়াব আলীর ছেলে ।
শনিবার রাতে তারাকান্দা উপজেলার মাঝেয়ালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকালে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানে আসলাম মিয়াকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।