বগুড়ায় এসডিএফ চেয়ারপার্সনের টিএমএসএস পরিদর্শন ও মত বিনিময়

বগুড়ায় এসডিএফ চেয়ারপার্সনের টিএমএসএস পরিদর্শন ও মত বিনিময়

bmtv new No Comments

পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের ফাউন্ডেশন অফিস ও সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে সংস্থার বিভিন্ন কর্মসূচি নিয়ে গতকাল ২৮ ফেব্রুয়ারী আলোচনা ও মতবিনিময় করেন সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুস সামাদ।
টিএমএসএসের ফাইভ স্টার হোটেল মমইনের কনফারেন্স হলে টিএমএসএস’র উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসডিএফ ফাউন্ডেশন চেয়ারমপার্সন মোঃ আবদুস সামাদ। এ সময় তিনি বলেন আমাদের দেশের আগামী প্রজন্মের জন্য কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে। এ জন্য টেকনিক্যাল এডুকেশন অনেক বেশী জরুরী বলে তিনি অভিমত ব্যাক্ত করেন। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশ কিভাবে টেকনিক্যাল প্রযুক্তি কাজে লাগিয়ে উন্নতি সাধন করেছে তা তুলে ধরেন। তিনি বলেন এক্ষেত্রে আমাদের দেশের আইসিটিতে অবদান রাখার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবকাঠামো ও সুযোগ তৈরী করতে হবে এবং আগামী প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। টিএমএসএস প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোজাফফর হোসেন, টিএমএসএস পরামর্শক কৃষিবিদি মোঃ আসাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। অনুষ্ঠানে এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।