জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে “পুলিশ মেমোরিয়াল ডে পালিত

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ময়মনসিংহে “পুলিশ মেমোরিয়াল ডে পালিত

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের যথাযোগ্য মর্যাদায় স্মরণে ময়মনসিংহে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২পালিত হয়েছে । এ উপলক্ষ্যে আজ ১ মার্চ মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স, ময়মনসিংহে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

দিবসটি উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইন নির্মিত “চেতনা অম্লান ” স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। ময়মনসিংহে রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি শাহ আবিদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি মো: জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, মহানগর আ’লীগের সভাপতি এহতেশামুল আলম জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল রেঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ ও ফারুক হোসেন প্রমুখ।
এ সময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।