March 2, 2022
529
No Comments

You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ জাতীয় বীমা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে বীমা বিষয়ক র্যালী ও আলোচনা সভায় আয়োজন করা হয়। সেনাবাহিনীর বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। উক্ত বীমা প্রতিষ্ঠানটি সেনাপ্রধান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশে আস্থা লাইফ ইনসুরেন্স কোঃ লিঃ সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। হাতে হাতে কোন লেনদেন হয় না। সেনাবাহিত বীমা প্রতিষ্ঠান পেয়ে ময়মনসিংহবাসী খুব আনন্দিত ও উপকৃত।
ময়মনসিংহ আস্থা লাইফ ইনসুরেন্স কোম্পানির শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুর রফিক।