বাকৃবি অফিসার পরিষদের অভিষেক ও বাজেট সভায়-গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ

বাকৃবি অফিসার পরিষদের অভিষেক ও বাজেট সভায়-গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের অভিষেক ও বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ মার্চ) সকালে বাকৃবি শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনাতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সংগঠনের সভাপতি খাইরুল আলম নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে ২২ সদস্য বিশিষ্ট নয়া কমিটির শপথ বাক্য পাঠ করান বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, বাকৃবি রেজিস্টার ছাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।