
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজে এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ দেওয়ায় বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত ক্যাম্পাস। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের দাবিতে মঙ্গলবার (১ মার্চ) দ্বিতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা।
এর আগে, ২৭ ফেব্রুয়ারি শিক্ষকদের এক সভায় ৪৮ ঘণ্টা পাঠদান ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। সেই প্রেক্ষিতে সোমবার থেকে কোনো ক্লাসে যোগদান করেননি শিক্ষকরা। তাদের সাথে একাত্মতা পোষণ করে ক্লাসে যাননি শিক্ষার্থীরাও। ফলে দুদিন ধরে ফাঁকা রয়েছে শ্রেণিকক্ষ।
এদিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা আরও দুইদিন বাকি থাকায় শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। তবে তারা স্বাভাবিক রেখেছেন হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম।
ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খোরশেদ আলম জানান, সার্জারি বিষয়ে এমবিবিএস ফেল করা শিক্ষার্থীদের পাস করানোর জন্য এবং আরও বেশকিছু কারণে সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম আজাদের ওপর চাপ ছিল। কিন্তু তিনি নতি স্বীকার না করায় তার বিরুদ্ধে কথিত এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এনে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে নেমেছে। আদৌ এটির কোনো ভিত্তিই নেই। তাই তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিতের দাবিতে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
তিনি আরও বলেন, সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যেহেতু প্রতিবেদন দিতে তদন্ত কমিটির হাতে আরও দুইদিন সময় রয়েছে সে জন্য আমাদের কর্মসূচি আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। এরপর আগামী শনিবার সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটির আহ্বায়ক ও হাসপাতালের গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তায়েবা তানজিলা মির্জা বলেন, তদন্ত কাজের জন্য আমাদের বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে প্রতিবেদন দিতে পারব বলে আশা রাখছি।