
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ বাংলাদেশের শাসনব্যবস্থা এখন হাইব্রিড শাসনব্যবস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এটি আমাদের কথা নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষকরাই এটি বলছেন।আন্দোলন-সংগ্রাম ছাড়া কোনো স্বৈরাচারকে কখনো হটানো যায়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, এ জন্য সব ভেদাভেদ ভুলে আগামী দিনে সরকার পতনের যেকোনো আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে এবং স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে।
বুধবার (২ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির বৈদেশিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, ডা. মোফাখারুল হক রানা, শুক্কুর আহমেদ ববি, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তায়েবুর রহমান হিরণ, শ্রমিকদলের জেলা সভাপতি আবু সাঈদ, ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুর রহমান রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশের সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম এবং উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। দুপুরের পর থেকে জেলা-উপজেলার বিভিন্ন এলাকার নেতাদের নেতৃত্বে মিছিল সহকারে সমাবেশে হাজির হন। বিকেলেই সমাবেশের আশপাশের এলাকা লোকেলোকারণ্য হয়ে যায়। গোটা নগরী জুড়ে যানজট তীব্র আকার ধারন করে। দীর্ঘদিন পর সমাবেশের আয়োজন করায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, আজ মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্তে আর নিম্ন মধ্যবিত্তরা দরিদ্রে পরিণত হয়েছে। দেশে এখন দরিদ্রের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাদেশে ধনী ও গরিবের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে, তা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না জানিয়ে ড. খন্দকার মোশাররফ বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, কোনো নির্বাচনই হতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচন পেতে চাইলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আর গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।