ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১১

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


এদের মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ভাটি বাড়েরা থেকে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আঃ আজিজ ওরফে আইজ্যাকে গ্রেফতার করে। এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি টীম গন্দ্রপা ক্যান্টানমেন্ট এলাকার পাশ অপহরন ও চাঁদা দাবী মামলার দুই আসামী শেখ সাব্বির
হোসেন ও মোঃ নাঈম হোসেনকে গ্রেফতার করে। এসআই আনিছুর রহমানের নেতৃত্বে কাশর এলাকা থেকে অন্য্যন্য মামলার আসামী এস,এম আল কে গ্রেফতার করে। এছাড়া এসআই তাইজুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম, এএসআই হুমায়ুন কবির, এএসআই সানজিদ, এএসআই আমিনুল ইসলাম, এএসআই ইলিয়াছ খান এবং এএসআই হযরত আলী আদালতের নির্দেশিত ও পরোয়ানাভুক্ত আরো সাতজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সেলিম, সজিব, এরশাদ খান, এবাদুল খান, স্বপন খান, মাতাব উদ্দিন মাতু ও সুমন। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।