স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে ১৮ পুরিয়া হেরোইনসহ আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন অভিযানের ভিত্তিতে উপজেলার নওধার লেকেরপাড় মাইক্রোস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও তার সঙ্গে থাকা কবির হোসেন, মোস্তাফিজুর রহমান রাজন, মাহবুব হোসেনকে হেরোইন বিক্রির সময় ১৮ পুরিয়া হেরোইন ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করেছে পুলিশ। সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ত্রিশাল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল মণ্ডলের ছেলে।
মামলার বাদী এসআই আব্দুল সাত্তার জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনের কাছে পাওয়া হেরোইন তারা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। বৃহস্পতিবার বিকালে আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
ত্রিশাল থানা ওসি মো. মাইন উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ চারজনকে হেরোইনসহ আটক করা হয়। পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে।