
You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে : বিএমটিভি নিউজঃ মশার কয়েলের আগুনে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার চৌদার গ্রামে একই পরিবারের ৫ টি বসতঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। আগুনে পুড়ে গেছে নগদ আড়াই লাখ টাকা সহ ধান, চাল, আসবাবপত্র ঘরের যাবতীয় কিছু।
ক্ষতিগ্রস্থ ছমির উদ্দিন জানান, রাতে ঘুমানোর আগে তার সন্তানরা মশার কয়েলটি তুষের বস্তার রেখে ঘুমিয়ে পড়ে। কয়েল থেকে আগুন প্রথমে তুষে লাগে পরে সেটি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। হঠাৎ আগুনের লেলিহান দেখতে ছমিরের স্ত্রী চিৎকার শুরু করলে শশুর জসমেদ আলী সহ অন্যরা এগিয়ে আসে। খবর পেয়ে চৌদার বাজার থেকে লোকজন ছুটে আসেন। কিন্তু এতক্ষনে আগুনের লেলিহান নিয়ন্ত্রনের বাহিরে। স্থানীয় হাজার খানেক মানুষ প্রতিবেশিদের বিপদে সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে আগুন নিভানোর কাজে অংশ নেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে কিন্তু রাস্তা সরু হওয়ায় দূর্ঘটনাস্থলে যেতে পারেন নি। পরে পাঁয়ে হেটে ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা উপস্থিত হন।
তিনি আরও জানান, ইট দিয়ে হাফ বিল্ডিং দেওয়ার জন্য এনজিও থেকে ঋণ করে নগদ আড়াই লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে ছিল ১২মণ ধান, চাউল, আসবাবপত্র সব আগুনে ছাই হয়ে গেছে। আছে শুধু পরনের কাপড়।
পরিবার প্রধান জমসেদ আলী (৭০) জানান, তার নয় ছেলে সন্তান। সহায় সম্পত্তি বলে বাড়ী ভিটের জমিটুকুই। দিন মজুরের কাজ করেন তিনি। অনেক কষ্ট করে দিন যায় তার। ঘর পুড়ে যাওয়ায় থাকার মত অবস্থা আর থাকলো না। এরপর কী হবে আল্লাহ ভালো জানেন? তার ছেলে আজিজুল ইসলাম, আনহাছ আলীর ঘরও নিয়ে গেছে আগুনে। তার বাড়ী ভেদ করে প্রতিবেশি সিরাজুল ইসলামের পুত্র তোফাজ্জল হোসেনের ঘরও পুড়ে গেছে।
উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আগুনের লাগার ঘটনা খুবই দুঃখজনক। খবর পেয়ে আমার প্রতিনিধি ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থদের কাছে সরকারী সহায়তা পৌঁছে দেওয়া হবে।