You must need to login..!
Description
,বিএমটিভি নিউজঃ বেসামরিক নাগরিকদের যুদ্ধ এলাকা থেকে সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।
রাশিয়ার গণমাধ্যম রাশিয়া টুডে এ তথ্য জানিয়েছে। রাশিয়া টুডে জানায়, ইউক্রেনের একটি শহরের সাধারণ নাগরিকদের নিরাপদে সরে যেতে মানবিক করিডোর খোলা হয়েছে।
সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধ বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেলারুশে চলমান যুদ্ধ বন্ধে ২য় দফা বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের সাথে সম্মতির পর এই সিদ্ধান্ত জানায় রাশিয়া।
এদিকে ন্যাটোর বৈঠকে ইউক্রেনে নো ফ্লাই জোন চালু না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, দেশটিতে সাধারণ নাগরিকদের প্রাণহানির দায় পশ্চিমা নেতাদেরও নিতে হবে।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ন্যাটো মহাসচিব জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত।
অন্যদিকে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ফেসবুক, ইউটিউব ও টুইটার নিষিদ্ধ করেছে মস্কো। সেখানে নিষেধাজ্ঞার কবলে পড়েছে বিবিসি, সিএনএনসহ বেশ কিছু গণমাধ্যম।
এছাড়া, যুদ্ধের প্রতিবাদে বিশ্বের অনেক দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে।