ফুলবাড়ীয়ায় সড়কে গাছ ফেলে ৭ গাড়ীতে ডাকাতি

ফুলবাড়ীয়ায় সড়কে গাছ ফেলে ৭ গাড়ীতে ডাকাতি

bmtv new No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে : বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পর্যটন এলাকা রাবার বাগান সড়কে বনের গাছ কেটে ব্যারিকেট দিয়ে ৭ গাড়ীতে আবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের মারপিটে অন্তত ৫/৬ জন আহত হয়। গত শনিবার (৬ মার্চ) দিবাগত রাত ভোর ৪ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা যাত্রীসহ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ডাকাতি করে নিয়ে গেছে বলে ডাকাতের কবলা পড়া মাছ ব্যবসায়ী মোখেলেছুর রহমান খোকন জানিয়েছেন। এক সপÍাহ আগে একই স্থানে একই কায়দায় ৮ গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছিল।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশরগঞ্জ হতে বাগানবাড়ী চৌরাস্তা সড়কের রাবার বাগানে শনিবার (৬ মার্চ) দিবাগত ভোর রাত ৪ টার দিকে কালো কাপড়ে মুখোশধারী ১০/১২ জন ডাকাত বনের গাছ কেটে সড়ক র‌্যারিকেট দিয়ে ডাকাতি শুরু করে। ডাকাতের কবলে পড়া বাদীহাটি গ্রামের মাছ ব্যবসায়ী মোখলেছুর রহমান খোকন জানান, পুকুর থেকে মাছ পিকআপে ভর্তি করে এলেঙ্গায় যাওয়ার পথিমধ্যে রাবার বাগান সড়কে ডাকাতের কবলে পড়ে সে। মুখোশধারী ডাকাতরা গাড়ীতেই তাকে বেঁধে পকেটে থাকা ২৫শ টাকা ছিনিয়ে নেয়। নিশ্চিতপুর গ্রামের মালেক ড্রাইভার ঐ পথ দিয়ে যাওয়ার সময় তাকে মোটরসাইকেলে বেঁধে সাথে থাকা টাকা নিয়ে যায়। ডাকাতের মারপিটে এক সিএনজি চালকসহ অন্তত ৫/৬ জন আহত হয়। আহতদের পরিচয় জানা যায়নি। ডাকাতের কবলে পড়াদের ডাকচিৎকারে পাশের হলুদ শুকানোর খলা থেকে লোকজনের আসা দেখে ডাকাতরা বনের ভিতর দিয়ে দক্ষিন দিকে চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শী শেরমামুদ। তিনি জানান, গত এক সপ্তাহ আগে একই স্থানে সড়কে ব্যারিকেট দিয়ে বিয়ের গাড়ী আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনের আসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আমরা ডাকাতদের আটকের জন্য চেষ্টা করছি। ডাকাতের কবলে পড়া লোকজনের সাথে কথা বলে ডাকাতদের সম্পর্কে জানার চেষ্টা করছি। ডাকাতির ঘটনার সাথে মদ জুয়ায় যারা আশক্ত তারা জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঐ সড়কে অতিরিক্ত পুলিশ টহলের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
গত রবিবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে তিনটার দিকে ঐ সড়কে বনের গাছ কেটে ডাকাতির ঘটনা ঘটেছিল।

LATEST POSTS