বিএনপি নয়, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে ঃ প্রিন্স

image

You must need to login..!

Description

 

বিএমটিভি ডটকম নিউজ ডেস্কঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি নয় আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে ষড়যন্ত্র করে কানা গলি ব্যাবহার করে অনৈতিক ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপি জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করে আওয়ামী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।
এমরান সালেহ প্রিন্স আজ ময়মনসিংহের হালুয়াঘাটের করুয়াপাড়া বাজারে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশষ্যের বীজ ও সার বিতরণ উপলক্ষে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জাতীয়তাবাদী কৃষক দল,হালুয়াঘাট উপজেলা শাখা আয়োজিত কৃষক সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল বাশার আকন্দ, সদস্য সচিব মোহাম্মদ আলী, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, আবদুস সাত্তার, মফিজ উদ্দিন, কৃষক দলের নেতা মইন উদ্দিন বাবুল, আনোয়ার হোসেন, আবুল কাশেম, জাসাস নেতা দিদার মন্ডল, শ্রমিক দলের নেতা মশিউজ্জামান, হারুন রশিদ, যুব দলের নেতা আবদুল মোতালেব, ছাত্রদলের নেতা আবু নাসের, সাদরুল ইসলাম, নাইমুল আরেফিন পাপন, তাজবির হোসেন অন্তর, রাফসান জনি, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম জাহিদ, অন্তর আকন্দ, আহমেদুল হক অনন্ত, আল আমিন হৃদয়,  কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ফকির।
সমাবেশে ৩ শতাধিক কৃষকের মাঝে শশা,করলা, লালশাক, সিমসহ বিভিন্ন রবি শষ্যের বীজ ও পটাশ,টিএস,পি সার বিতরণ করা হয়।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি কৃষি ও কৃষক বান্ধব দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষ পীড়িত দেশে উৎপাদন বৃদ্ধি করে আভ্যন্তরীন চাহিদা মিটিয়ে বিদেশে চাল রফতানি করেছিলেন। এক ফসলী জমিতে দুই-তিন ফসল উৎপাদন শুরু করেন। নতুন নতুন ধান বীজ উদ্ভাবন করেন, কৃষি ঋণ সহজ ও সূদের হার কমিয়েছিলেন। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করেছিলেন। বিএনপি জমির ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ ও কৃষি ঋন মওকুফ করেছিলো। এখনো বিএনপি কৃষকের সমস্যা সমাধানে সরকারের কাছে দাবী জানাচ্ছে।
তিনি বলেন বর্তমান সরকার দেশ পরিচালনায় ধারাবাহিকভাবে ব্যার্থ হয়েছে। তাদের দুর্নীতি, লুটপাট, নির্যাতন, দমনে দেশে চরম দুঃশাসন কায়েম হয়েছে। তাদের অনৈতিক শাসন টিকিয়ে রাখার জন্য নির্বাচনের নামে প্রহসন করেছে। এই দুঃশাসন অবসানে সকলকে ঐক্যবদ্ধ চুড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হতে হবে।

আবুল বাশার আকন্দ বলেন, আন্দোলন সংগ্রাম ছাড়া জনগনের মুক্তির কোনো পথ নাই। তিনি সকলকে এই সংগ্রামে শামিল হবার আহ্বান জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার