You must need to login..!
Description
উত্তরাঞ্চলীয় প্রতিনিধিঃ বিএমটিভি নিউজঃ বাংলাদেশ আনসার ভিডিপি সংগঠনের রাজশাহী নওহাটায় অনুষ্ঠিত ১৪ দিন ব্যাপি ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি পরিদর্শন করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান। এ উপলক্ষে উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে প্রশিক্ষণের সুবিধা গুলি বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য তিনি নবাগত সদস্যদের প্রতি আহবান জানান।
তিনি নবাগত সদস্যদের উদ্দেশ্যে জানান সরকার সংগঠনের সদস্যদের কল্যানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এ ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের আত্নকর্ম সংস্থানের সুযোগ রয়েছে। তিনি তাদেরকে এ ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। এ প্রশিক্ষণ কর্মশালায় অতিথি প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের রাজশাহী সদর শাখার ব্যবস্থাপক এটি এম মাহাবুব আনাম । তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য ব্যাংকের সামগ্রিক কর্মকান্ড উপর আলোজপাত করেন। প্রশিক্ষণার্থীরা তার পরামর্শ গুলি ধৈর্যের সাথে শোনেন। তিনি সদস্যদের ব্যাংক সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাবেক পরিচালক আব্দুল খালেক খান সদস্যদের প্রতি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন,সংগঠনের বিভিন্ন সামাজিক ভালো কাজ করতে সদস্যদের পরামর্শ দেন। তিনি সংস্থার সদস্যদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া ও অন্যদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য তিনি সদস্যদের প্রতি আহবান জানান। এছাড়া যে কোন ধরনের ইভটিজিং বিষয়ে সর্তক্য থাকতে তিনি সদস্যদের প্রতি আহবান জানান।