You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজের বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করায় দেশের সাংবাদিকরা তার কাছে কৃতজ্ঞ । তিনি সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্র গঠন করেছেন। তার সুফল আজ আপনারা পাচ্ছেন। ৬০ অর্ধদের পেনশন সুবিধা চালু করতে যাচ্ছেন। সাংবাদিকদের জন্য পেনশন চালুর প্রস্তাব দিয়ে ছিলাম। রাষ্ট্রক্ষমতায় থাকায় গণমাধ্যম কর্মচারী আইন সাংবাদিকবান্ধব আইন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের সাংবাদিকদের কল্যাণে যা যা করণীয় আমরা করে যাব।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অসচ্ছল ও চিকিৎসার জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) আয়োজিত বাংলাদেশ সংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ময়মনসিংহের ১৭ জন সাংবাদিকের মধ্যে ১০ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুমার চক্রবর্তী, এমইউজে সভাপতি আতাউল করিম খোকন, সাধারন সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, বিএফইউজে’র সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অমিত রায় প্রমুখ।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুবাস চন্দ্র বাদল সাংবাদিকদের জন্য এমন উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বিএফইউজে ইউনিটের নেতৃবৃন্দকে যারা প্রকৃত সাংবাদিক তাদের আর্থিক সাহায্যের জন্য আবেদনের সুপারিশ করার আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃত সাংবাদিকরাই আর্থিক সুবিধা পাবেন।
আর্থিক সহায়তার জন্য ফরম ফিলাপ করার সময় সতর্ক থাকতে হবে যেন পার্টটাইম বা হাফ টাইম সাংবাদিকদের নামের তালিকা দেয়া না হয়। যারা সাংবাদিক ইউনিয়নের সদস্য না সেসব সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে আর্থিক সহায়তার জন্য আবেদন করতে পারবেন। ##