মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা পরিষদের আয়োজনে বুধবার (৯ মার্চ) বিকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু জীবন আর্দশ , ও বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর অবদান নিয়ে কথা বলেন বক্তরা ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদরে চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ও স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত সচিব লীরা তরফদার ।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা মোঃআব্দুর রাজ্জাক, বীর মুক্তিযুদ্ধা মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট ফরিদ আহমেদ, বীর মুক্তিযুদ্ধা রফিক-উজ জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মমতাজ উদ্দিনসহ প্রমূখ ।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংগীত পরিবেশন করেন ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।