জামালপুরে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন উদ্ধারঃ ৪ ব্যবসায়ীর কারাদন্ড ও জরিমানা

image

You must need to login..!

Description

বিএমটিভি ডটকম নিউজ ডেস্কঃ র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর কর্তৃক জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ধর্মকূড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদ উদ্ধার করে। নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের অপরাধে ৪ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৩ মাস কারাদন্ড এবং দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মোঃ ফজলে রাব্বি জানান,গতকাল দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃতে¦ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জামালপুরের হিরক কুমার দাস ইসলামপুর থানার ধমকূড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এই সময় ও ভাই ভাই ষ্টোরের মালিক মোঃ বিপ্লব (২৫) কাছ থেকে ৩০২৫ কেজি পলিথিন, মমিন ষ্টোরের মালিক মোঃ মমিন (৩৩) কাছ থেকে ৫২৫০ কেজি, শাকিল ষ্টোরের মালিক মোঃ শাকিল ব্যাপারি (২৮) এর কাছ থেকে ২৬২৫ কেজি ও মোঃ হেলাল বেপারী (৫৫), কাছ থেকে ৩৫৫০ কেজি বিক্রয় নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। সকলেই ইসলামপুর থানার পূর্ব পালবান্দা বেপারী পাড়ার।
নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা অমান্য করায় প্রত্যেক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার