You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃপরিবারের সঙ্গে সময় কাটাতে গত বছর নিউজিল্যান্ডে টেস্ট খেলেননি সাকিব আল হাসান। শ্রীলঙ্কা সিরিজেও ছিলেন অনুপস্থিত। এবার মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকায়ও যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। সাদা পোশাকে সাকিবের স্পষ্ট অনাগ্রহের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে তাকে। বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে, সাকিব টেস্ট থেকে আনুষ্ঠানিক বিরতি না নেয়া পর্যন্ত তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখতে বাধা নেই। আব্দুর রাজ্জাকের সরল স্বীকারোক্তি, নিজে থেকে সরে না গেলে বোর্ড থেকে সাকিবকে বিরতি দেয়া কঠিন!
আব্দুর রাজ্জাক বলেন, ‘সাকিবের ছুটি আনুষ্ঠানিক কিছু না। যেহেতু আনুষ্ঠানিক নয়… কেউ দুই সিরিজ বিশ্রাম নিলে তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা যাবে না, বিষয়টা এমন নয়। এখানে প্রক্রিয়া হলো- বোর্ড প্রথমে কথা বলেছে কে কোন ফরম্যাটে খেলতে চায়। তারপর সিদ্ধান্ত নিয়েছে।’
৫ ক্রিকেটারের জায়গা হয়েছে তিন ফরম্যাটের চুক্তিতে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তিতে রয়েছে মুশফিকুর রহীম, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের নাম। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে রাখা হয়নি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রশ্ন উঠতে পারে, অনিচ্ছা প্রকাশের পর তামিমকে টি-টোয়েন্টিতে না রাখলেও সাকিবকে কেনো টেস্টের চুক্তিতে রাখা হলো? দুই ক্রিকেটারের অনাগ্রহের ধরনটা ভিন্ন, তামিম বিসিবির কাছে বিরতি চাইলেও সাকিব টেস্ট খেলতে আনুষ্ঠানিক কোনো ইচ্ছা প্রকাশ করেনি। আব্দুর রাজ্জাক বলেন, ‘সাকিব কিন্তু এখনো কোনো ফরম্যাট থেকে সরে যায়নি। সে এমন খেলোয়াড় যে, নিজে থেকে কোনো ফরম্যাট থেকে সরে না গেলে ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দেয়া কঠিন।’ আব্দুর রাজ্জাকের কথায় স্পষ্ট যে, সুপারস্টার সাকিবকে বিরতি দেয়ার ক্ষমতা রাখে না বিসিবি। উল্টো আব্দুর রাজ্জাকের প্রশ্ন, ‘আপনি যদি নির্বাচক হতেন কী করতেন? সাকিবকে বাদ দিতেন, নাকি রাখতেন?’
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষ্যমতে, তিন ফরম্যাটেই সাকিবকে পাওয়া যাবে বলে তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে। শুক্রবার সকালে বিসিবিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘ বোর্ড তাকে ৩০শে এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। এরপর থেকে তাকে পাওয়া যাবে। আমাদের কাছে তথ্য আছে যে, তিন ফরম্যাটেই পাওয়া যাবে সাকিবকে।’
নান্নু বলেন, ‘অনেক বড় মাপের খেলোয়াড় সে। বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সেই হিসেবে তার কাছ থেকে সেরাটাই চাই আমরা। সেজন্য তাকে তিন সংস্করণেই রাখা হয়েছে, যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে।’