বিএমটিভি নিউজ ডেস্কঃ ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আরেক শিক্ষার্থী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে । ২০২০-২১ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী সাগর চন্দ্র দে’কে নির্যাতন করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অগ্নি-বীণা হলের ২০৪ নং কক্ষে এই ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক তপন কুমার সরকার বলেন, ‘আহত শিক্ষার্থী সাগর বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যেহেতু সে আহত অবস্থায় আছে তাই বর্তমানে আমরা তার সুস্থতার দিকটি চিন্তা করছি। পরবর্তীতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের মত করে সিদ্ধান্ত নিবে।”
এ বিষয়ে জানতে চাইলে অগ্নিবীণা হল প্রভোস্ট বলেন, সে এখন এখন ডাক্তারের অবজারভেশনে আছে। পরবর্তীতে কি হয় জানানো হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘নির্যাতনের শিকার শিক্ষার্থীর বন্ধু আমাদের বিষয়টি জানিয়েছে। সে যেহেতু মেডিকেলে আছে, আমাদের প্রক্টরিয়াল বডি তার খোঁজ নিচ্ছে এবং সেখানে যাচ্ছে। ওই শিক্ষার্থীর পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’