You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন, কোরআন-হাদিসের কোথাও লেখা নেই যে হিজড়াদের গোরস্থানে কবর দেওয়া যাবেনা। কেন গোরস্থানে হিজড়াদের কবর দিতে বাধা দেয় সেটা আমরা দেখব। হিজড়াদের দুঃখ কষ্ট আমরা বুঝি। আমরা হিজড়াদেরকে সাধারণ মানুষের মতো সন্মান করি না বিধায় তাদের আচার আচরণ পাল্টে গেছে। এর সমাধান হচ্ছে কর্মসংস্থান। আমরা তাদের কর্মসংস্থানের জন্য নিজ নিজ এলাকায় কাজের ব্যবস্থা করে দিব। যে যেকর্ম পারে তাকেই সেই কর্মই দিব। তবে হিজড়াদেরও আচার আচরণ পাল্টাতে হবে। তাদেরকেও স্বাভাবিক আচরণ করতে হবে।
আজ শনিবার বিকালে ময়মনসিংহ সদরের দক্ষিণ চরকালিবাড়ি প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ হিজড়া পল্লীতে ৪০জন হিজরার মাঝে দুইটি বাইসাইকেল ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিজড়াদের সংগঠন সেতু বন্ধন কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু হিজড়া। তনু হিজড়ারাদের কষ্টের কথা তুলে ধরে বলেন, হিজড়ারা মারা গেলে গোরস্থানে কবর দিতে বাধা দেয়। হিজড়াদের জন্য গোরস্থানের দাবী জানান, হিজড়াদের কর্মসংস্থানের একটি ডেইরী ফার্ম করার জন্য জেলা প্রশাসকের কাছে খাস জমি বরাদ্দের দাবী জানান। এছাড়া সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থায় হিজড়াদের চাকরীর সুযোগ করে দেয়ার দাবী জানান। সাধারণ মানুষের মতো তারাও বাঁচতে চায়। দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক ডেইরী ফার্মের জন্য জায়গা ও এবং গোরস্থানে কবর দেয়ার ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন। সচিব ও এনবিআর এর চেয়ারম্যান বলেন স্থানীয়ভাবে কর্মসংস্থানের জন্য ডেইরী ফার্ম ও ফ্যাক্টরীতে চাকুরী দেয়ার আশ্বাস দেন।
এসময় ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর জিএম জীবন কুমার করসহ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় অর্ধশত হিজড়া উপস্থিত ছিলেন। তাদের প্রত্যককে উপহার সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি।