বাহির থেকে কেউ এসে আপনার এলাকা উন্নত করে দিয়ে যাবে না এনবিআর চেয়ারম্যান – মুনিম

বাহির থেকে কেউ এসে আপনার এলাকা উন্নত করে দিয়ে যাবে না এনবিআর চেয়ারম্যান – মুনিম

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ বাংলাদেশকে উন্নতশীল দেশ হিসাবে রুপান্তর করতে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় সরকার বিভিন্ন অঞ্চলে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযজ্ঞ চালাচ্ছে । এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়াকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই সাথে সরকারও রাজস্ব আয় করতে পারে । বাহির থেকে কেউ এসে আপনার এলাকা উন্নত করে দিয়ে যাবে না ।
দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব বিষয়ে জাতীয় রাজস্ব র্বোডের সাথে ময়মনসিংহ বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দের মত বিনিময় সভায় এসব কথা বলেন সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব র্বোডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ।
রোববার (১৩ মার্চ ) দুপুরে জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনয়াতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ আমিনুল হক শামীম । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি শংকর সাহা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডেরে সদস্য ( কাস্টম নীতি ) মোঃ মাসুদ সাদিক, জাতীয় রাজস্ব বোর্ডেরে সদস্য( কর নীতি ) শামস উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ ।