শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ বাংলাদেশকে উন্নতশীল দেশ হিসাবে রুপান্তর করতে সরকার নানামুখী প্রকল্প হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় সরকার বিভিন্ন অঞ্চলে ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাকর্মযজ্ঞ চালাচ্ছে । এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়াকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই সাথে সরকারও রাজস্ব আয় করতে পারে । বাহির থেকে কেউ এসে আপনার এলাকা উন্নত করে দিয়ে যাবে না ।
দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব বিষয়ে জাতীয় রাজস্ব র্বোডের সাথে ময়মনসিংহ বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দের মত বিনিময় সভায় এসব কথা বলেন সিনিয়র সচিব,অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব র্বোডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ।
রোববার (১৩ মার্চ ) দুপুরে জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনয়াতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোঃ আমিনুল হক শামীম । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি শংকর সাহা ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডেরে সদস্য ( কাস্টম নীতি ) মোঃ মাসুদ সাদিক, জাতীয় রাজস্ব বোর্ডেরে সদস্য( কর নীতি ) শামস উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা প্রিন্ট ও ইলেক্ট্রনিক সাংবাদিকবৃন্দ ।