স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বানিজ্যিক এলাকায় স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক ১২ তলা বহুতল ভবন থেকে পড়ে অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৫) নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ছাত্রীর নাম অর্ক প্রিয়া ধর শ্রীজা, সে শহরের স্বনামধন্য ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক স্বপন ধরের কন্যা। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
বাবা অধ্যাপক ও গবেষক স্বপন ধর মর্মান্তিত ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছেন না। মেয়ের শোকে তিনি প্রায় পাগল। মেয়ের লাশের উপর পড়ে অঝোরে কান্না করেন বাবা। তাকে দেখে হাজার হাজার মানুষের চোখে জল আসে।
তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।