ঈশ্বরগঞ্জে রায়েরবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০টি দোকান

ঈশ্বরগঞ্জে রায়েরবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০টি দোকান

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়েরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কমপক্ষে ২০টি দোকান। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে বাজারের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বাজারের চুরি মহালের একটি কাগজের দোকানে আগুন ধরলে সাথে সাথে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। তবে আঠারবাড়ি বাজারে প্রতি বছর একবার করে আগুনের সূত্রপাতের সাথে একধরণের প্রাকৃতিক রহস্য কাজ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নেয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি।