স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ বছর বয়সী অপহৃত এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও শিশুটির মায়ের একটি ব্যাগ, খোয়া যাওয়া টাকা ও ব্যাগে থাকা গয়নাগাটিও উদ্ধার করেছে পুলিশ। শিশুটি গফরগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত রাওনা গ্রামের জাহাঙ্গীর আলমের কন্যা। বুধবার (১৬ মার্চ) দুপুরে গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ অপহৃত শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ মার্চ) আসরের পর জাহাঙ্গীরের স্ত্রী রাওনা গ্রামের বাড়ি থেকে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে বের হন। পরে তিনি গফরগাঁও রেলস্টেশনে এসে সেখান থেকে রিকশাযোগে উপজেলা পরিষদের দিকে আসার পথে স্থানীয় চট ফ্যাক্টরীর সামনে জনৈক এক ব্যক্তি তার কাছে একটি ঠিকানা জানতে চান। এ সময় অজ্ঞাত আরেক নারী এসে তার নাকে-মুখে রুমাল চেপে অজ্ঞান করে তার শিশু সন্তান ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এর পর মুঠোফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। পরে সন্ধ্যায় বিষয়টি গফরগাঁও থানার ওসিকে অবগত করলে তিনি পুলিশের ৪টি টিম নিয়ে কাজ শুরু করে দেন। কাজ শুরু করার ত্রিশ মিনিটের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি বুধবার সকালে খোয়া যাওয়া ব্যাগটিও উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মেদ বলেন, শিশু ও খোয়া যাওয়া ব্যাগ উদ্ধার করে তার স্বামীর নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে।