
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীর ব্রাহ্মণপল্লী এলাকায় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে গত ১৪ দিনে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান অভিযান চালিয়ে এ কেন্দ্রটি সিলগালা করে দেন। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশিদুল আলমসহ অন্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। এসময় ওই কেন্দ্রে চিকিৎসাধীন সাতজন রোগীকে অন্য নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়। অবৈধ প্রতিষ্ঠান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোয়াজ্জেম হোসেন স্বপন দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ নিরাময় কেন্দ্রটি পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ শপথ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ফাঁসিতে ঝুলে একজন ও গত ২ মার্চ লাফিয়ে পড়ে একজন আত্মহত্যা করেন।