ধোবাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

image

You must need to login..!

Description

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃবিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ ধোবাউড়ায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা-পুলিশ, সরকারি আদর্শ ডিগ্রি কলেজ, ধোবাউড়া পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ-সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত প্রমুখ।