পাবনা প্রতিনিধিঃবিএমটিভি নিউজঃ পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর সামগ্রিক কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মীজা বখতিয়ার উদ্দিন, মোঃ শফিউল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান আলী সরকার, রত্নারানী অধিকারী, আমির খসরু, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, কারিগরি শিক্ষকদের মধ্যে ফজলুর হক, অজিত কুমার,শাহিন আলী,সাব্বির রহমান, শিখা রাণী,সাহানাজ পারভীন, আফতাব হোসেন ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান প্রমুখ। শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মীজা বখতিয়ার উদ্দিন। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মচারী, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।