আমির হামজার  সাহিত্যে স্বাধীনতা পুরস্কার বাতিল

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ   সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। আজ শুক্রবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

গত মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছিল সরকার।
রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা মেলার পর আমির হামজাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

উল্লেখ্য, আমির হামজার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে। তিনি নিজ গ্রাম ও জেলায় পালাগানের শিল্পী কিংবা কবি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু জানা যায়, আমির হামজা ১৯৭৮ সালে ২টি হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। এ ঘটনায় জেলও খেটেছেন তিনি।