স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে, ডিজিটাল বাংলাদেশ গড়ার মূলমন্ত্রকে ধারণ করে ময়মনসিংহে উদ্যোক্তা হাব, ট্রেজারি অটোমেশন, দিনে দিনে খতিয়ান ও কোর্ট অটোমেশন উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, কে এম আলী আজম। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল সেবায় প্রশাসনে সেবার গতি বৃদ্ধি পেয়েছে। জনগনের দৌড়গোড়ায় জনসেবা পৌছে দিতে প্রশাসনে আমূল পরিবর্তন ঘটেছে । সিনিয়র সচিব কে এম আলী আজম বলেন অন্য যে কোন সময়ের চেয়েও সেবার মান ও পদ্ধতিতে পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার সকালে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৬ তলা একাডেমিক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন ও জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্যোক্তা হব, ট্রেজারী অটোমেশন,অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালত, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালত অটোমেশন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন, সিনিয়র সচিব কে এম আলী আজম।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। পরে জেলা প্রশাসকের হল রুমে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, বিভাগীয় শহরে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মরত কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন।
তিনি প্রশাসন ক্যাডারের সদস্যদের জনসেবা প্রদানে আন্তরিক সচ্ছ ও জবাবদিহিতা নিশ্চিত করনে একযোগে কাজ করার আহবান জানান। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন সেবা মূলক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।